April 20, 2024
আঞ্চলিক

কলারোয়ায় চাষীদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এউপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এর আগে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, সহকারী কৃষি অফিসার ইমরান হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলহাজ¦ শেখ আবুল হাসান, লুৎফর রহমান, পিপি আই মনিরুল হক, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন,তাপস কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার ২২শ’ ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টার বীজ ২৯০ জনের মধ্যে ২ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার বীজ ১৩শ জনের মাঝে ১ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সূর্যমুখী বীজ ২০ জনের মধ্যে ১কেজি ৫শ গ্রাম, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, শীতকালীন মুগ ১৫০ জনের মধ্যে  ৫ কেজি ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, গ্রীষ্মকালীন মুগ ১২০জনের মধ্যে ৫ কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০ কেজি, গ্রীষ্মকালীন তিল ৩৬০ জনের মাঝে ১ কেজি, সার ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রত্যেক চাষীদের মাঝে বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপসহকারী কৃষি কর্মকর্তা এড. শেখ কামাল রেজা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *