April 26, 2024
আঞ্চলিকলেটেস্ট

ছুটির দিনে ভিড় বেড়েছে খুলনার আয়কর মেলায়

 

দ্বিতীয় দিনে আদায় আড়াই কোটি টাকা

 

দ: প্রতিবেদক

খুলনায় আয়কর মেলার দ্বিতীয় দিনে (শুক্রবার) করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় কেউ এসেছেন রিটার্ন জমা দিতে, কেউ এসেছেন কর দেওয়ার নিয়মকানুন জানতে। খুলনা কর অঞ্চলের উদ্যোগে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এ কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় বেশিরভাগই সরকারি চাকরিজীবীরা রিটার্ন জমা দিতে এসেছিলেন। করদাতাদের জন্য মেলায় কর কর্মকর্তারা বেশ তৎপর ছিলেন। মেলায় এদিন ব্যক্তিশ্রেণির করদাতাদের ঢল নামে। আর হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে পেরে করদাতারা খুশি।

এদিকে বিভাগীয় শহর খুলনা ছাড়াও গতকাল শুক্রবার থেকে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার ভেড়ামারায় আয়কর মেলা শুরু হয়েছে। খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আয়কর মেলার দ্বিতীয় দিনে খুলনা অঞ্চলে ২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৮৭৯ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১০ হাজার ৬৯৮ জন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৬৯১ জন। নতুন টিআইএন নিয়েছেন ১০৪ জন।

এরমধ্যে শুধুমাত্র খুলনা জেলায় এক কোটি নয় লাখ ৪ হাজার ৯২৫ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন চার হাজার ২৩২ জন। রিটার্ন দাখিল করেছেন এক হাজার ৩১৬ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৪০ জন।

এছাড়া যশোর জেলায় ৪৮ লাখ ৩৫ হাজার ৮৩০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৩২৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৯৮৭ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩৫ জন।

সাতক্ষীরা জেলায় ১৯ লাখ ৪৪ হাজার ২১১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১ হাজার ২৮৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৪৫২ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১৩ জন।

চুয়াডাঙ্গা জেলায় ৭ লাখ ১১ হাজার ৮৫০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৪৯৬ জন। রিটার্ন দাখিল করেছেন ২১৩ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩ জন।

ঝিনাইদহ জেলায় ১৬ লাখ ৮৪ হাজার ৮৬৯ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৫০৫ জন। রিটার্ন দাখিল করেছেন ৩৪৯ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১০ জন।

ভেড়ামারা উপজেলায় ৪৮ লাখ ০৭ হাজার ১৯৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৪৬০ জন। রিটার্ন দাখিল করেছেন ৩৭৪ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩ জন।

উলে­খ্য, খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় মোট ৩২টি স্টল রয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *