April 20, 2024
জাতীয়

সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ আটক ১৯

দক্ষিণাঞ্চল ডেস্ক

সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করেছে বনবিভাগ। গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর মোহনা থেকে একটি মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি মোংলা উপজেলার চিলাগ্রামে। এদের মধ্যে চিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নজরুল ইসলামও রয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাদঁপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহীন কবির বলেন, ঘূর্ণিঝড় বুলবুল’র আগের রাতে বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে ১৯ জন বনে প্রবেশ করেন। মঙ্গলবার সকালে বনের ধানসিদ্ধির চর এলাকার ভদ্রা নদীর মোহনায় বনবিভাগের টহল চলাকালে ট্রলারটি দেখে চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, সুন্দরবনে প্রবেশে তাদের কোনো পারমিট ছিল না। অবৈধ উদ্দেশে তারা বনে প্রবেশ করেছিল। এ ঘটনায় বন আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *