April 25, 2024
জাতীয়

কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় চালক ও সহকারী বরখাস্ত

দক্ষিণাঞ্চল ডেস্ক

 

রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় চালক ও তার সহকারীকে সাময়িক

বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে দুইটি কমিটি

গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কাউনিয়ায় রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন

পরিবর্তন করার সময় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন

অন্তত ২০ জন।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার

অভিযোগে দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক মো. শামসুজ্জামান ও সহকারী

শাহীনুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ

সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে

রিপোর্ট দিতে বলা হয়েছে। অপর কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে

রাজশাহী অফিসের প্রকৌশলী মৃণাল কান্তিকে। পাঁচ সদস্যের এই

কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা খুরশীদ আলম বলেন, সান্তাহার

থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে

পৌঁছার পর বিকাল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন।

ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নম্বর বগির

মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ (২০) নামে এক

শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ২০ জন যাত্রী।

আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো

হয়েছে বলে তিনি জানান। রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের

উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ঘটনাস্থাল পরিদর্শন করে

বলেন, নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করতে এবং দাফনের

কাজ সম্পন্ন করতে আমি প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

হাসপাতালে আহতদের ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *