April 10, 2024
খেলাধুলা

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচে এক ইনিংসে সেরা রোহিত

 

 

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান বিশ্বকাপের নির্দিষ্ট একটি ম্যাচে সবথেকে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে তিনি ১৪০ রানের ইনিংস খেলে এই নতুন রেকর্ড গড়েন তিনি।

গতকাল রবিবার ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটিকে ২৪তম সেঞ্চুরি বানান রোহিত শর্মা। ৩৪ বলে হাফসেঞ্চুরি করার পর পাকিস্তানের বিপক্ষে ৮৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এরপর অধিনায়ক বিরাট কোহলিকে সাথে নিয়ে তুলে নেন আরো ৪০ রান।

পরে ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে সাজঘরে ফিরিয়ে দেন হাসান আলী। ওহাব রিয়াজের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় ওপেনার ১১৩ বলে ১৪০ রান করেন। তাতেই ভারত-পাকিস্তান ম্যাচে সবথেকে বেশি ব্যক্তিগত রানের অধিকারী হন তিনি।

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে সবথেকে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড ছিল বিরাট কোহলির ১০৭ রানের। তারপরেই পাকিস্তানি সাঈদ আনোয়ারের ১০১ এবং শচীন টেন্ডুলকারের ৯৮ রান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *