April 20, 2024
আঞ্চলিক

জরুরী সেবা কাজে নিয়োজিতদের ছুটি বাতিল, খুলেছে কন্ট্রোল রুম

 

ঘূর্ণিঝড় ফণী : কেসিসি’র ব্যাপক প্রস্তুতি

 

দ: প্রতিবেদক

ঘুর্ণিঝড় ‘ফণী’ খুলনাঞ্চলে আঘাত হানার সম্ভাবনা থাকায় নগর ভবনে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্যোগকালীন অথবা দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এছাড়া সভায় কেসিসি’র জরুরী সেবা কাজে নিয়োজিত বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল, নগরবাসীকে দুর্যোগ বিষয়ে সচেতন করার জন্য মাইকিং, স্কুল-কলেজের ভবনসমূহ আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা, মেডিকেল টীম গঠন, এ্যাম্বুলেন্স-ফায়ার সার্ভিসসহ জরুরী সেবাকর্মে নিয়োজিত বিভাগগুলিকে প্রস্তুত রাখা, ¯øুইচ গেটসমূহে দায়িত্বে নিয়োজিতদের সতর্ক থাকা, জরুরী ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিটি মেয়র দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

উল্লেখ্য, নগর ভবনের ২য় তলায় কন্ট্রোল রুমসহ (কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৪১-২৮৩২৯৭৭) নগরীর ৩১টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়েও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সভায় দুর্যোগকালীন যে কোন প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

কেসিসি’র প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, এমডি মাহফুজুর রহমান লিটন, মো: গোলাম মওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ সহ কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *