খুবির আইন ডিসিপিনে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ দত্ত একাডেমিক ভবনের স্মার্ট ক্লাস রুমে আইন ডিসিপ্লিনের উদ্যোগে নবাগত ১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও কারিকুলাম বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন স্কুলের ডিন ও আইন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপেিত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি আইন ডিসিপ্লিনের প্রভাষক হায়াত মাহমুদ। শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, প্রভাষক পুনম চক্রবর্তী।
শিক্ষার্থীদের মধ্যে নবাগতদের পক্ষে হাফসা বিনতে আইয়ুব দ্বিতীয় বর্ষের মোঃ আতাউল্লাহ, ফারিয়া সুলতানা, খাদিজা আক্তার উর্মি, আশিকুজ্জামান সিয়াম, তাবাসুম ফেরদৌস, রুকাইয়া খাতুন, মোঃ রাকিবুল হাসান তাওফিক অনিক সুষ্মিত সাইফ আহমেদ, তৃতীয় বর্ষের দেব জ্যোতি, আফিয়া জয়নব, শোয়েব বিন হাবিব। অনুষ্ঠানের প্রথমপর্বে সভাপতি নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও কারিকুলাম তুলে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়মা রশিদ ও রাব্বির হুসাইন।