সাংবাদিক এরশাদ আলী ব্রেন স্ট্রোকে আক্রান্ত : সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের জেনারেল ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় ভর্তি করা হয়েছে।
তার আশু সুস্থতা কামনা করে আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।