খুবিতে কৃতি শিক্ষার্থীদের ডিনস এ্যাওয়ার্ড প্রদান
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার সকাল ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের কৃতি শিক্ষার্থীদেরকে ডিনস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. ফিরোজ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতনামা শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর এমিরেটাস ড. অরুণ কুমার বসাক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির পক্ষে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তরুণ কান্তি বোস।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিবিএ প্রোগ্রামে ডিস্টিংশনপ্রাপ্ত ২২ জন এবং ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এমবিএ প্রোগ্রামে ডিস্টিংশনপ্রাপ্ত ৩৩ জনকে এই ডিনস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিজিপিএ ৪এর মধ্যে ৩.৭৫ বা তার উর্ধে প্রাপ্তদেরকে এই এওয়ার্ড প্রদান করা হয়। এসময় বিভিন্ন স্কুলের ডিন এবং উক্ত স্কুলের অধীন দুইট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।