December 22, 2024
জাতীয়

বাড়ির উঠানে গাঁজা চাষ

দক্ষিণাঞ্চল ডেস্ক
বাড়ির উঠানে গাঁজা চাষ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাত্তার মিয়ার। তবে শখ করে লাগানো গাছ থেকে গাঁজা সেবন করা হলো না তার। বে-রসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে শখের গাঁজা গাছ জব্দ করে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে অংশ গ্রহণ করে পুলিশ ও আনসার বাহিনী। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভাদুঘরে পশ্চিমপাড়ার শুক্কুর আলীর ছেলে সাত্তার মিয়ার বাড়িতে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির উঠানের পাশে বাগানে ও টবে চাষ করা সাড়ে ৩ফুট উচ্চ ২টি গাঁজা গাছ পাওয়া যায়। গোপনে বাড়ির মালিক গাঁজা গাছ গুলো চাষ করে আসছিল।
এ সময় অভিযানের বিষয়ে আচ করতে পেরে বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে অটক করা যায়নি। তবে পলাতক আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান শরিফুল ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *