January 23, 2025

Day: February 6, 2019

জাতীয়লেটেস্ট

সব দাবি মেনেছি, দুর্নীতির বিরুদ্ধে শক্ত হন : পুলিশ কর্মকর্তাদের প্রধানমন্ত্রী     

দক্ষিণাঞ্চল ডেস্ক   সন্ত্রাস-জঙ্গি দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এখন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাহিনীটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি।     শেখ হাসিনা বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। আপনাদের বেতন-ভাতা বাড়িয়েছি। যা যা দাবি করেছেন সবই মেনে নিয়েছি। সব সময় লক্ষ রাখতে হবে, দুর্নীতি একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। আর মাদক একটা পরিবার না, একটা দেশকে ধ্বংস করে। এই ধরনের কাজ যেন আর না হয় বাংলাদেশে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে। সেভাবেই আমরা দেশটাকে গড়ে তুলব।     এই লক্ষ্য অর্জনে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের শান্তি রক্ষায় পুলিশকে জনবান্ধব হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার নিজের কোনও ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা চাওয়া-পাওয়া নেই। আমি শুধু দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করে যেতে চাই যাতে বাংলাদেশকে একটা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। সেইক্ষেত্রে সকল পুলিশ বাহিনীর সদস্যদের বলব, পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নির্দেশ দিয়ে গেছেন।     স্বাধীনতার পর তিনি (বঙ্গবন্ধু) কিন্তু এই কথাই বলে গেছেন যে, এখন আর ঔপনিবেশিক শক্তি না, সেই ব্রিটিশ আমলও না, পাকিস্তান আমলও না। এটা বাংলাদেশ। আর এই দেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এই পুলিশেরই বাবা, মা, ভাই-বোন সব।     তাই দেশের মানুষ নিরাপদে, শান্তিতে থাকলে পুলিশ সদস্যদের পরিবারও শান্তিতে থাকবে বলে উলে­খ করেন শেখ হাসিনা। দেশের অর্থনৈতিক উন্নতি হলে নিজের পরিবারেরই উন্নতি হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে এই কথাটাই মেনে চলতে হবে এবং সেইভাবেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে।     দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনীকেই সবচেয়ে বেশি শ্রম দিতে হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সে শ্রমটা আপনারা দক্ষতার সাথে দিয়েছেন। যার জন্য অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তবে আমাদের যাত্রা শেষ হয়নি। আমাদের আরো অনেক দূর যেতে হবে।     বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তাই আপনাদের সেইভাবে আন্তরিকতার সাথে জনবান্ধব পুলিশ হয়ে কাজ করতে হবে। মানুষের ভেতর আস্থা-বিশ্বাস সৃষ্টি করতে হবে।     সন্ত্রাস-জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের মতো অনেক ‘চড়াই উৎরাই’ পার করে যেতে হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সব অবস্থার মোকাবিলা করেছে। জঙ্গিবাদ মোকাবিলাসহ প্রতিটি ক্ষেত্রে আপনারা যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।     অনুষ্ঠানে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশের বর্তমান জনবল প্রায় সোয়া দুই লাখ থেকে আরো অন্তত ৫০ হাজার বাড়ানোর অনুরোধ করেন। প্রধানমন্ত্রীও পুলিশের জনবল বাড়ানোরও ইঙ্গিত দেন।    

Read More
জাতীয়লেটেস্ট

জাহালমের ঘটনায় কেউ ছাড় পাবে না : দুদক কমিশনার     

 দক্ষিণাঞ্চল ডেস্ক     বিনা দোষে জাহালমের তিন বছর কারাভোগের কারণ বের করতে তদন্ত চলছে জানিয়ে দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, এ ঘটনায় দুদক বা অন্য কোনো বিভাগের কর্মকর্তা যার-ই দোষ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।     আসামি না হয়েও দুর্নীতি দমন কমিশনের মামলায় তিন বছর কারাভোগকারী পাটকল শ্রমিক জাহালম রোববার রাতে ছাড়া পাওয়ার পরদিন সোমবারই তদন্ত কমিটি করে দুদক। দুদকের পরিচালক (লিগ্যাল) আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ নেতৃত্বাধীন এই কমিটিকে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান আমিনুল ইসলাম।     মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত রিপোর্ট যদি পাওয়া যায়, যে ভুলগুলো হয়েছে, এর মধ্যে যারা দায়ী আমরা তাদের কাউকে ছাড় দেব না। সে আমাদের অফিসার হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টের হোক।     দুদকের অধিকতর তদন্তে জাহালমের নির্দোষ প্রমাণিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগের তদন্ত কাজে ঘাটতি একটু না হলে তো এই পর্যায়ে যাবে না, এটা তো অস্বীকার করার কিছু নেই। জাহালমকে সবগুলো মামলা থেকে প্রত্যাহার করতে আমরা আদালতে আগেই রিপোর্ট সাবমিট করেছি।     সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। এরপর সালেককে তলব করে দুদক চিঠি দিলে সেই চিঠি পৌঁছায় জাহালমের টাঙ্গাইলের বাড়ির ঠিকানায়।     নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের শ্রমিক জাহালম তখন দুদকে গিয়ে বলেন, তিনি আবু সালেক নন, সোনালী ব্যাংকে তার কোনো অ্যাকাউন্টও নেই। ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আবু সালেকের যে ছবি ব্যবহার করা হয়েছে সেটাও তার নয়।     এরপরেও দুদকে উপস্থিত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা সেদিন জাহালমকেই ‘আবু সালেক’ হিসেবে শনাক্ত করেন। পরে ২০১৬ সালের ফেব্র“য়ারি মাসে ঘোড়াশাল থেকে জাহালমকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।     হাই কোর্টের আদেশে রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান জাহালম। বিনা কারণে তিন বছর কারাবন্দি থাকার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন তিনি।    

Read More
জাতীয়লেটেস্ট

ডাকসু নির্বাচনের তফসিল ‘শিগগিরই’     

দক্ষিণাঞ্চল ডেস্ক     ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ‘শিগগিরই’ ঘোষণা করা হবে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার এক প্রস্তুতি সভার পর এ কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।     তিনি বলেন, খুব শিগগিরই তফলিস ঘোষণা করা হবে। রিটার্নিং কর্মকর্তা তার কাজগুলো অনেকটাই গুছিয়ে এনেছেন। নির্দিষ্ট করে তারিখ বলব না, কারণ এক সপ্তাহের মধ্যেও হতে পারে আবার তার পরেও হতে পারে। তবে কাজের যা অগ্রগতি তাতে খুব শিগগিরই হয়ে যাবে। তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সদস্য বুধবারই তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওইদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য মো. আখতারুজ্জামান গত ২৩ জানুয়ারি নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।     মঙ্গলবারের প্রস্তুতি সভার বিষয়ে অধ্যাপক রাব্বানী বলেন, ডাকসু নির্বাচনের কার্যক্রম আমরা বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছি। এখন এই কার্যক্রমগুলো কত দ্রুততর অগ্রসর হচ্ছে সেজন্যই আমাদের এই প্রস্তুতি সভা।     সিন্ডিকেটে যে গঠনতন্ত্র পাস করা হয়েছে তা আজকের সভায় প্রিন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। ১৫টি বিষয়কে যুক্ত করে আচরণবিধিও চূড়ান্ত করা হয়েছে। আজকের সভায় আমাদের কার কী করণীয় সে বিষয়ে উপাচার্য মহোদয় একটি গাইডলাইন দিয়েছেন।     উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, রিটার্নিং অফিসাররা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও সহকারী প্রক্টররা।      সভায় প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ডাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ অগ্রগতি, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে অবহিত করেন। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিলতিন দশক আগে; ১৯৯০ সালের পর আর নির্বাচন হয়নি। ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট আবেদন হয়েছিল, তাতে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা আসে গত বছর হাই কোর্ট থেকে।     কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে ওই আদেশ স্থগিত করেছিল আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগ গত ৬ জানুয়ারি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে নির্বাচন আয়োজনের বাধা কাটে। এর ফলে আগামী ১৫ মার্চের মধ্যেই ডাকসু নির্বাচন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।    

Read More
জাতীয়

ঢাকায় জাতীয় নির্বাচনের মত সুষ্ঠু ভোট চান সিইসি     

দক্ষিণাঞ্চল ডেস্ক     প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচন একাদশ জাতীয় নির্বাচনের মতো ‘সুষ্ঠু’ হবে বলে তিনি আশা করছেন। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকার ভোট নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী হাকিমদের ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা চাই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আপনাদের পরিচালনায় সুষ্ঠু হবে যেমনটি হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। আচরণবিধির দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে। বিধি প্রতিপালন কিভাবে হয়, সেটা যদি দেখতে পারেন তাহলে দায়িত্বপালন করা অনেক ক্ষেত্রে সম্পন্ন হবে।     গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বড় ধরনের জয়ের পর আবারও সরকারে। অন্যদিকে ভোটে ‘কারচুপির’ অভিযোগ তুলে তার ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি জানিয়ে আসছে জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের শরিক বিএনপি।     মঙ্গলবারের ব্রিফিংয়ে সিইসি নূরুল হুদা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা যাতে আচরণবিধি প্রতিপালন করেন, সে ব্যাপারে কঠোর হতে নির্বাহী হাকিমদের নির্দেশ দেন।     তিনি বলেন, চারজন সহকর্মী (চার নির্বাচন কমিশনার) একটা কমন কথা বলেছেন- আইনানুগ নির্বাচন করতে হবে। তা প্রয়োগ করেই এই নির্বাচনের আচরণবিধি কিভাবে প্রতিপালিত হয় সেটা দেখতে হবে।     সমস্যা হয় কাউন্সিলরদেরকে নিয়ে। কাউন্সিলররা এতো বেশি প্রতিদ্ব›িদ্বতায় থাকেন, আইন-কানুনের অবনতির ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তাদের ভূমিকা থেকে যায়। তবে আপনাদের যে ক্ষিপ্রতা, নিরপেক্ষতা, আপনাদের বিচারিক মনোভাব নিয়ে যদি তাদের সামনে যান দেখবেন প্রত্যেকে আপনাদের কথা শুনবে। ইসি সচিবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।     ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে ও ৯ ও ২১ নম্বর সাধরণ ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন; এবং দুই সিটির স¤প্রসারিত ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট হবে আগামী ২৮ ফেব্র“য়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু চান সিইসি কে এম নূরুল হুদা। আইনানুগ দৃষ্টিভঙ্গি ও বিচারিক মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দেন সিইসি।     আপনাদের হাতে কোনো অনিয়ম হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। বিশেষ করে নিরপেক্ষতার ক্ষেত্রে আপনাদের আপস হবে না এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের প্রতি মানুষের যে আস্থা, সম্মান, ভরসা, সেই জায়গাটায় আপনারা কখনই ক¤েপ্রামাইজ করবেন না সেটা আমি জানি। এবার ঢাকা উত্তরে মেয়র পদে ৫ জন এবং উত্তর ও দক্ষিণে কাউন্সিলর পদে ৩৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ৯ ফেব্র“য়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।  

Read More
জাতীয়

৬ মাসের মধ্যে মাদকের মামলা নিষ্পত্তির নির্দেশ

দক্ষিণাঞ্চল ডেস্ক     মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে সেসব মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তিন বছর ধরে কারাগারে থাকা এক মাদকের আসামির জামিন শুনানি করতে গিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতিমো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।     আদালত বলেছে, সকল জেলার ডিসি, এসপি, ওসি ও আইওকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে তৎপর থাকতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে নিম্ন আদালত তদারক সংক্রান্ত সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কমিটির কাছে বিচারককে ব্যাখ্যা দিতে হবে।     এছাড়া সাক্ষী হাজির করা এবং সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তাকে তৎপর থাকার নির্দেশ দিয়ে আদালত বলেছে, এক্ষেত্রে তার গাফিলতি থাকলে বিচারক তা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট পুলিশ সুপারকে জানাবেন। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে পিপির গাফিলতি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে।     আর হাই কোর্টের এ আদেশ সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়ে দিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন সচিবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।     ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ। আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।     আদেশের পর ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে।  তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেছে।  

Read More
জাতীয়

এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল  

  দক্ষিণাঞ্চল ডেস্ক     ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। গতকাল মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৯-২০২১ সেশনের এই নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানো হয়।     তফসিলে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধের জন্য আগামী ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্র“য়ারি। আগামী ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা এবং সংশোধনীর পর ১৮ মার্চ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৫ মার্চ।     গতবার অ্যাসোসিয়েশন গ্র“প থেকে সভাপতি নির্বাচিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী এবার শীর্ষ এই পদে নির্বাচিত হবেন চেম্বার গ্র“পের একজন। এবার জ্যেষ্ঠ সহসভপতি নির্বাচিত হবেন অ্যাসোসিয়েশন গ্র“প থেকে। আর সহ-সহপতি নির্বাচন হবে চেম্বার গ্র“প থেকে।     এর আগে ২০১৭ সালের ১৪ মে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এফবিসিসিআইয়ের। সে সময় অ্যাসোসিয়েশন গ্র“প থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এফবিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ জানুয়ারি নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছের সংগঠনটি।     এবারও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান থাকছেন অধ্যাপক আলী আশরাফ এমপি। অন্যদিকে, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে রাখা হয়েছে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসাবে। নিয়মানুযায়ী, এবারও এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্র“প থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।     বাকি ২৪ জন পরিচালক হবেন মনোনিত। যাদের মধ্যে ১২ জন আসবেন বিজিএমইএ, বিটিএমইএ, বিটিএমএসহ বিভিন্ন খাতের শীর্ষ ১২টি অ্যাসোসিয়েশন থেকে। মনোনিত অন্য ১২টি পরিচালক পদ নির্ধারিত ঢাকা চেম্বার, মেট্টোপলিটন চেম্বার, বাংলাদেশ চেম্বার, চট্টগ্রাম চেম্বারসহ দেশের বড় চেম্বারগুলোর জন্য।     বাংলাদেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিতে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরবর্তীতে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী হিসাবে এখন পর্যন্ত দু‘জনের নাম শোনা যাচ্ছে।     তাদের একজন সংগঠনের বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি গত নির্বাচনে গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি হিসাবে এই পদে জিতে আসেন। অন্যদিকে, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি-সিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের নামও সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতাকারী হিসাবে আলোচনায় আছে।    

Read More
আঞ্চলিক

৩০ ও ৩১নং ওয়ার্ড আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত   

খবর বিজ্ঞপ্তি     সদর থানা আওয়ামী লীগ আয়োজিত ১২ ফেব্রæয়ারী সংবর্ধনা সভা সফল করতে প্রস্তুতি সভা করেছে ৩০ ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে গাজী হোসেনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো: শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, বুলবুল আহম্মেদ, ইমরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন।      অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারুখ হোসেন তুরান, হুমাউন কবির, খান সেকেন্দার আলী নিজামুল, তরিকুল ইসলাম, আব্দুস ছালাম, তৈহিদুর রহমান লিটন, ফিরোজ আহম্মেদ, কামরুল ইসলাম, আজমল হোসেন, দীন ইসলাম টুটুল, সুজন, গাজী লিটন, মনিরুজ্জামান, নাসির আহম্মেদ নয়ন। ৩১ নং ওয়ার্ড সভাপতি মো: ফারুখ হোসেন, অধ্যাক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, ফকির মো: সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম সান্টু, ডা: সুলতান হোসেন, এ্যাড. জেসমিন পারভিন জলি, মো: দেলোয়ার শাহ, মো: জামাল উদ্দিন, খান মো: কবির,মো: নজরুল ইসলাম, শামিমুল রহমান, পিন্টু মোল্্যা, আজিজুল ইসলাম, শরিফুল ইসলাম মুন্না, মো: লিটন, মো: আরিফ হোসেন, মোসা: পাখি, রেকমোনা খানম লিলি, ইকবাল হোসেন হিটু, মো: শহিদুল ইসলাম, মো: রতন মাহমুদ, মো: জলিল কমান্ডার, মো: স্বপন প্রমূখ।   

Read More
জাতীয়

বিশ্ব ইজতেমার সময় বাড়ল একদিন  

দক্ষিণাঞ্চল ডেস্ক     তাবলিগ জামাতের সবচেয়ে বড় সম্মিলন বিশ্ব ইজতেমার সময় একদিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুইপক্ষের সঙ্গে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল­াহ এই ঘোষণা দেন।     সন্ধ্যায় নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন করা হয়েছে। প্রথম দুই দিন মাওলানা জোবায়ের ও পরের দুই দিন সৈয়দ ওয়াসিফুল ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা হবে। আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সে সিদ্ধান্ত তাবলিগের মুরুব্বিরা ঠিক করবেন বলে জানান প্রতিমন্ত্রী।     কয়েক লাখ লোকের জমায়েতের কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্ব›েদ্ব এবার তা স্থগিত হয়ে যায়।     এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স¤প্রতি দুই পক্ষের ‘মুরুব্বিদের’ নিয়ে বৈঠকে বসেন। পরদিন ধর্ম প্রতিমন্ত্রী ঘোষণা দেন, এবার ১৫ ফেব্র“য়ারি থেকে তিন দিন ইজতেমা হবে। সেই সিদ্ধান্ত বদলে এখন তাবলিগের বিবাদমান দুই পক্ষের তত্ত¡াবধানে দুই দিন করে চারদিন ইজতেমা ঠিক হল। ভারতের মাওলানা সাদ কান্ধলভি এবার ইজতেমায় আসছেন না বলে জানান প্রতিমন্ত্রী আবদুল­াহ। সাদ সাহেব আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, বলেন তিনি।     উপমহাদেশে সুন্নি মতাবলম্বীদের সবচেয়ে বড় সংঘ তাবলিগ জামাতের মূলকেন্দ্র ভারতের দিলি­তে। মাওলানা সাদের দাদা ভারতের ইসলামি পণ্ডিত ইলিয়াছ কান্ধলভি ১৯২০ এর দশকে তাবলিগ জামাত নামের এই সংস্কারবাদী আন্দোলনের সূচনা করেন।     মাওলানা ইলিয়াছের মৃত্যুর পর তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ এবং তারপর মাওলানা ইনামুল হাসান তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করেন। মাওলানা ইনামুলের মৃত্যুর পর একক আমিরের বদলে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয় একটি শুরা কমিটির উপর।     মাওলানা জুবায়েরের মৃত্যুর পর মাওলানা সাদ আমিরের দায়িত্ব নেন এবং একক নেতৃত্বের নিয়ম ফিরিয়ে আনেন। কিন্তু মাওলানা জুবায়েরের ছেলে মাওলানা জুহাইরুল হাসান তখন নেতৃত্বের দাবি নিয়ে সামনে আসেন এবং তার সমর্থকরা নতুন করে শুরা কমিটি গঠনের দাবি জানান। কিন্তু সাদ তা প্রত্যাখ্যান করলে বিরোধ বড় আকার ধারণ করে।     নেতৃত্ব নিয়ে দিলি­র নিজামুদ্দিন মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার অনুসারীদের মধ্যে এই দ্ব›দ্ব প্রকট আকার ধারণ করে গত বছর জানুয়ারিতে ঢাকায় বিশ্ব ইজতেমার সময়। আখেরি মোনাজাত পরিচালনা করে আসা সাদ কান্ধলভি বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন। শেষ পর্যন্ত ইজতেমায় অংশ না নিয়েই তাকে ঢাকা ছাড়তে হয়।     এরপর দুই পক্ষের কোন্দল চলতে থাকলে ২০১৯ সালের জানুয়ারিতে নির্ধারিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত নির্বাচনের আগে স্থগিত করা হয়। কিন্তু তার মধ্যেই সাদপন্থিরা ডিসেম্বরের শুরুতে পাঁচ দিনের জোড় ইজতেমা করার ঘোষণা দিলে দেওবন্দপন্থিরা টঙ্গীর ইতজেমা মাঠ দখল করে পাহারা বসায়।    

Read More