2018 তে সার্জিও রামোসের অনন্য একটি রেকর্ড
অনলাইন বার্তাকক্ষ
লাল কার্ড ছাড়া সার্জিও রামোসকে কি কখনো চিন্তা করা যায় ? তবে এমন একটি রেকর্ড করে ফেলেছে সার্জিও রামোস গত বছরে যা আপনাদের কল্পনার বাইরে। গত বছর সার্জিও রামোস কোনো ম্যাচেই একটি লাল কার্ড দেখেনি এবং হ্যাঁ এটা সত্য ঘটনা!! অধিনায়ক হিসেবে খেলতে নেমে সার্জিও রামোস কে যেমন লাল কার্ড দেখতে হয়নি তেমনি তার পক্ষে সম্ভব হয়েছে রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতানো। তার ক্যারিয়ারে এই সর্বপ্রথম কোন একটি বছর অতিবাহিত হলো যখন সে কোন লাল কার্ড দেখেনি !
বরাবরের মতই সার্জিও রামোস কে একটি শান্তশিষ্ট প্লেয়ারের খাতায় ফেলা হয় না এবং নানান আগ্রাসী ভূমিকায় তাকে ডিফেন্ডিং করতে দেখা যায়। এবারই প্রথম কোন একটি বছর গেল যখন থেকে দেখতে হয়নি কোন লাল কার্ড এবং এর সাথে ছিল ক্যাপ্টেনের আর্মব্যান্ড। উল্লেখ্য ২০১৮ সালে সার্জিও রামোস মাঠে নেমেছে মোট ৪৮ বার।