তালায় পেঁয়াজ ভর্তি ট্রাকে সাড়ে ১৪’শ বোতল ফেন্সিডিল : আটক২
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় পেঁয়াজ ভর্তি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪’শ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, ট্রাক ড্রাইভার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে রেজাউল করিম বাবু ও হেলপার শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা স্থল বন্দর থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক (যার নং সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল। এ সময় ট্রাকে বিপুল পরিমান ফেন্সিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার ধলবাড়িয়া নামকস্থানে পুলিশ তল্লাসি চালায়। পরে ট্রাকের ভিতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪’শ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।