December 27, 2024
জাতীয়

কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১৬ জানুয়ারি

দক্ষিনাঞ্ছল ডেস্ক
কুমিল্লায় খালেদা জিয়ার বির“দ্ধে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী ১৬ জানুয়ারি ঠিক করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।
কুমিল্লা আদালতের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি মো. মোস্তাফিজুর রহমান লিটন জানান, কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় আগামী ১৬ জানুয়ারি খালেদার মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
২০১৫ সালের তিন ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল­ার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে মারা যান আট বাসযাত্রী। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *