রোহিঙ্গা ক্যাম্পে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতারা ভূমিকা রাখতে পারেন : জাতিসংঘ
(বাসস) : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মীয় নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা ডিং।
তিনি বলেন, “ধর্মীয় নেতারা শান্তি ও সহনশীলতার বার্তা আদান-প্রদানের পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
তিনি আজ এখানে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন।
ইউএনডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
আদামা ডিং বলেন, বাংলাদেশ সরকার ও এদেশের জনগণ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি সকল ধর্মের ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় বিষয়ের উন্নয়নের অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রজায় রাখতে বাংলাদেশের সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারি এমপি, চট্টগ্রামের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রমুখ।