৯ দিনে সৌদি গেলেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী
গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট নয়দিনে ২৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন আট হাজার ৪২৭ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার (১৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, এ নয়দিনে ২৬টি ফ্লাইটে সৌদি গেছেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী।
এ নয়দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি ও সৌদি এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
বিমান ও সৌদি এয়ারলাইন্স ফিরতি টিকিটধারীদের কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করছে। এদিকে সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।