November 25, 2024
আঞ্চলিক

৯ দফা দাবিতে উত্তাল খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো

 

* রাজপথে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

 

দ: প্রতিবেদক

অবিলম্বে মজুরী কমিশনসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করে তারা এ দাবি জানান।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী-বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও সপ্তাহিক মজুরী নিয়মিত প্রদানসহ ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচির ঘোষণা করে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ। এ কর্মসূচির ২য় দিনে খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার আলীম, ষ্টার্ণ, জেজেআই, কার্পেটিং মিলের শ্রমিকরা গতকাল সোমবার সকাল ৯টায় স্ব-স্ব মিল গেট অবস্থান করেন। পরে মজুরী কমিশন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন ¯েøাগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে মিল গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে পাটকল শ্রমিক নেতারা তাদের দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে, সরকার ঘোষিত জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি,এফ, গ্র্যাচুাইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয় প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পূণঃ বহাল, বরখাস্ত শ্রমিক, কর্মচারীদের শ্রম আদালত ও শ্রম ট্রাইবুনালে মামলার রায় পাওয়ার পর কর্তৃপক্ষ নিয়োগকৃত আইন জীবি মামলার না চালানোর মতামত দেয়া সত্বেও বিজেএমসি উচ্চতর আদালতে আপিল করার ফলে মিল গুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে, এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্ধ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যাক্রমে বি,এম,আর,ই করাসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানান।

পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিকলীগ নেতা মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন ও মোঃ সেলিম আকন, হেমায়েত উদ্দীন আজাদী, শেখ মোঃ ইব্রাহিম, আবু দ্বীন মোহাম্মদ, আক্তার হোসেন, আঃ মান্নান, কাওসার আলী মৃধা, শাহানা শারমিন, নুরুল হক, খলিলুর রহমান, হুমায়ন কবির খান, তরিকুল ইসলাম, সৈয়দ আরব আলী, জাসুদ শেখ, বাদশা মিয়া, মনিরুল ইসলাম শিকদার, বেল্লাল হোসেন, আঃ রহিম, খলিলুর রহমান, আঃ গফ্ফার খান, শাহ আলম, মোস্তফা কামাল, মোল্য নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন, আঃ রউফ বিশ্বাস, পান্নু মিয়া, দ্বীন ইসলাম, আবু জাফর, আবু হানিফ, ইউনুস হাওলাদার, সোহরাব হাওলাদার, মোল্যা আঃ রশিদ, বাচ্চু মিয়া, ওমর ফারুক, মিজানুর রহমান, হামিদ ফারুক, সরোয়ার হোসেন, আবুল হোসেন হারুন, শওকত মোড়ল, আঃ মজিদ বকুল, সেলিম শিকদার, সরদার আলী আহমেদ, মিজানুর রহমান মানিক, আশরাফ আলী, আঃ রহিম হাওলাদার, কামাল হোসেন সেন্টু, গাজী মোশারেফ হোসেন, জাহিদুর রহমান, মনিরুজ্জামান, পিলটন মোল্যা, সাহিদুল ইসলাম, মিন্টু গাজী, আনোয়ার হোসেন, শাহিন গাজী, আইয়ুব আলী, মাহমুদুল হাসান। অনুরূপ কর্মসূচি আলিম, ইর্ষ্টান, কার্পেটিং ও জেজেআই জুট মিলে অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *