‘৯৬ সালে ক্ষমতায় যেতে জাপা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো’
দক্ষিণাঞ্চল ডেস্ক
১৯৯৬ সালে ক্ষমতায় যেতে জাতীয় পার্টি (জাপা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে জাপার নবমতম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে আমাদের ক্ষমতায় যেতে কিছু আসন কম ছিলো। সেই সময় হুসেইন মুহম্মদ এরশাদ জেলে বসে আমাদের সমর্থন দিয়েছিলো। এ কারণে আমরা সেদিন সরকার গঠন করতে পেরেছিলাম। আমরা চির কৃতজ্ঞ। তাদের সেদিনের কথা আমরা ভুলিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির বিরোধী দলে আসার পর তাদের দলে নতুন মাত্রা আসে। তারা জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি বলেন, জাতীয় পার্টি ভাঙচুর অগ্নিসংযোগের রাজনীতি করেনি। দেশ গঠনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীতে জাতীয় পার্টি দেশ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তিনি মন্তব্য করেন।