৯০ দিনে শপথ না নিলে আসন শূন্য : ইসি সচিব
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভোটে নির্বাচিত কেউ জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হয়ে যাবে। জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ গ্রহণ না নেওয়ার গুঞ্জনের মধ্যে বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নে একথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। আর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ ও অঙ্গীকারনামায় কেউ স্বাক্ষর না করলে সে আসন শূন্য ঘোষণার দায়িত্ব সংসদের।
সংসদ সচিবালয় ওই আসন শূন্য ঘোষণা করে পুনঃনির্বাচনের জন্য নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে চিঠি দিলে তখন ইসি উদ্যোগ নেবে। গত রোববার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে মধ্যে সাতটি আসন পাওয়া বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য বৃহস্পতিবার সময় নির্ধারিত হলেও ঐক্যফ্রন্টের সদস্যরা শপথ নিচ্ছেন না বলে তাদের নেতাদের কথায় ইঙ্গিত মিলেছে।