November 29, 2024
জাতীয়লেটেস্ট

৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ১৮৫ জন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত আট মাসে ৫ হাজার ১৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯০ জন। দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৯৫ জন। বছরের প্রথম আট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।

২০২১ সালের প্রথম আট মাসে ১০ হাজারের কিছু বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। গত বছর এ সময়ে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৪২ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাস হিসেবে এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২৩ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন এবং আগস্টে (২৬ আগস্ট পর্যন্ত) ২ হাজার ৫২৫ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন জুনে ১ জন, জুলাইয়ে ৯ জন এবং চলতি আগস্ট মাসে ৯ জন।

এদিকে, শুক্রবার সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার (২৫ আগস্ট) চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এখন দেশের বিভিন্ন হাসপাতালে ৫৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *