৮ জুলাইকে খুলনা মেডিকেল কলেজ দিবস ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
প্রতিবছর ৮ই জুলাইকে ‘কেএমসি ডে’ (খুলনা মেডিকেল কলেজ দিবস) হিসেবে ঘোষণা করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গতকাল বুধবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল-এর সভায় এ ঘোষণা দেওয়া হয়।
খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ ঘোষণা দেন খুলনা মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ-এর উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ এস এম কামাল, ডাঃ ইউনুচ-উজ জামান তারিম, ডাঃ জিলুর রহমান তরুণ, খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ আশানুর ইসলামসহ খুমেক’র সকল সম্মানিত শিক্ষক, চিকিৎসক, সাধারণ ছাত্র ছাত্রী ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। এসময় খুমেক ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষক ও সাধারণ ছাত্র ছাত্রীদের মিষ্টি মুখ করানো হয়। উলেখ্য, ১৯৯২ সালের ৮ জুলাই খুলনা মেডিকেল কলেজের প্রথম ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল।