January 21, 2025
জাতীয়

৮২৩৮ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

দেশের আট হাজার ২৩৮ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় সংসদে। এদের কাছে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৯৭ হাজার কোটি টাকা। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তালিকা তুলে ধরেন।

মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টিটুর প্রশ্নের লিখিত উত্তরে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে পাওয়া সিআইবি ডাটাবেজের ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য থেকে অর্থমন্ত্রী এ তালিকা দেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঋণখেলাপি কোম্পানিগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৪ লাখ টাকা। আবার এদের পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঋণখেলাপি আট হাজার ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে রিমেক্স ফুটওয়্যার, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, এসএ ওয়েল রিফাইনারি লিমিটেড. রূপালি কম্পোজিট লেদারওয়্যার লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, মোহাম্মদ ইলিয়াম ব্রাদার্স (পিভিটি) লিমিটেড, সামনাজ সুপার ওয়েল লিমিটেড, অ্যালো কোট লিমিটেড, গ্যালাক্সি স্যুটওয়্যার অ্যান্ড ইয়ার্ন ডাইং, বুলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, রাবেয়া ভেজিটেবল ওয়েল ইন্ডান্ট্রিজ লিমিটেড ও বাংলা লায়ন কমিউনিকেশন লিমিটেড উল্লেখযোগ্য।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *