৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার সূচনা : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর হাজী মহসীন রোডে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কেসিসি’র ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো: সাইফুল ইসলাম এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৯নং ওয়ার্ড এলাকার এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি ও পিইসি/ইবতেদায়ী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এ্যাড. সুজিত কুমার অধিকারী, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন, খুলনা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, ও আওয়ামীলীগ নেতা ফেরদাউস আলম চান ফারাজী।
অনুষ্ঠানে বক্তৃারা বলেন, ৭ই মার্চ বাঙালী জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাংলার মুক্তি পাগল মানুষকে উজ্জীবিত করেন। এ দিনের ভাষণের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার সুচনা হয়। ৭ই মার্চের সেই ভাষণের তাৎপর্য নিজ নিজ অবস্থান থেকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে গড়ে তুল হবে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম মোজাফফর রশিদী রেজা, খুলনা মহানগর যুবলীগের আহŸায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল, খুলনা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিক মাহমুদ তারা, অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী, কেসিসি’র সাবেক সচিব আলহাজ্ব কামরুল ইসলাম, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, এ্যাড. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।