December 26, 2024
আঞ্চলিক

৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে পাইকগাছা পৌর ভবন

পাইকগাছা প্রতিনিধি
অবশেষে প্রায় ৭ কোটি টাকা ব্যয় সম্বলিত পাইকগাছা পৌর ভবন নির্মানের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়। সোমবার সকালে সংশি­ষ্ট মন্ত্রাণালয় থেকে অনুমোদন কপি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট হস্তান্তর করা হয়।
জানা গেছে, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারী গদাইপুর ইউনিয়নের উপজেলা সদর সহ আংশিক এলাকা নিয়ে গঠিত হয় পাইকগাছা পৌরসভা। পর্যায়ক্রমে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নতি হলেও পৌরসভার নিজেস্ব কোন ভবন নির্মাণ হয়নি। উত্তরাধিকার সূত্রে তৎকালীন ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পৌর কতৃপক্ষ ভবন নির্মাণের জন্য জিরোপয়েন্ট সংলগ্ন শিববাটী মৌজায় ১.৩৬ একর জমি ক্রয় করে। পরবর্তীতে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৬ কোটি ৭৮ লক্ষ ৭৩ হাজার ১৩৯ টাকা ব্যয় সম্বলিত প্রাক্কলন সম্বলিত মেয়র সেলিম জাহাঙ্গীর স্বাক্ষরিত একটি আবেদন অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়। উক্ত আবেদনটি গত ২৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান অনুমোদন দেয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *