January 26, 2025
জাতীয়

৫ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিকালে উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনকে নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন- পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল রানা দোয়েল (২৭), কালুর ছেলে কাবিল (২৫), রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পতাকা বৈঠকের জন্য তারা বিএসএফকে বার্তা পাঠিয়েছে। শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।

ধরে নিয়ে যাওয়াদের পরিচয় নিশ্চিত করে পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, কয়েকজন চরে গরু চরাতে গিয়েছিলেন। এদের মধ্যে পাঁচজন সীমান্তের শূন্যরেখায় চলে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা সবাই গরুর রাখাল। নিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু তারা পদ্মা নদীর চরে চরাতে যান। ধরে নিয়ে যাওয়ার আগে এক রাখালকে বিএসএফ নির্যাতন করেছে বলেও প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে চেয়ারম্যান মুঞ্জিল জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *