৫৫ হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের আল্টিমেটাম
দক্ষিণাঞ্চল ডেস্ক
সৌদি আরবে হজে গমনেচ্ছু অনেকের বাড়ি ভাড়া, ভিসা প্রসেসিং, পে অর্ডারসহ অন্য কার্যক্রম সম্পন্ন না করায় ৫৫ এজেন্সিকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে শুনানিকালে যুগ্মসচিব (হজ) এবিএম আমিন উলাহ নুরী তাদের সতর্ক করেন। একই সঙ্গে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে হজ ব্যবস্থাপনা শতভাগ সম্পন্ন করতে এসব এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়।
ব্রিফিংকালে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, যেসব এজেন্সির কাজ বাকি আছে, তাদের ডেকে জানতে চাওয়া হয়েছে, কেন শতভাগ সম্পন্ন হয়নি। এ বিষয়ে এজেন্সির প্রতিনিধিরা জবান দিয়েছেন। হজ ব্যবস্থাপনা শতভাগ করতে তাদের ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, এখনো সব হাজিদের বাড়ি ভাড়া, পে অর্ডার ও ভিসা নিশ্চিত করেনি, এমন ৫৫টি এজেন্সিকে ডাকা হয়েছে। তারা যাতে দ্রুত শতভাগ কাজ শেষ করে, সে তাগিদ দেওয়া হয়েছে।
এ বছর হজ ব্যবস্থাপনায় বড় কোনো ঝুঁকি নেই জানিয়ে হাবের সভাপতি বলেন, মূলত বিমান টিকিটের কারণে হজ ব্যবস্থাপনায় বিপর্যয় দেখা দেয়। এবার সেটি মোটেও নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুন্দরভাবেই ফ্লাইট পরিচালনা করছে। এখন পর্যন্ত কোন ফ্লাইট বাতিল হয়নি। আশা করি, এ বছরের হজ ব্যবস্থাপনা শতভাগ সফল হবে।