November 30, 2024
আন্তর্জাতিক

৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গত আট দিনে ইসরায়েলের হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া গাজা উপত্যকার প্রায় ৪৫০টি ভবন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় সম্পর্ক বিভাগ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

সংস্থার মুখপাত্র জেনস লার্ক জানিয়েছেন, গাজায় জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে প্রায় ৪৭ হাজার বাস্তুচ্যুত  মানুষ আশ্রয় নিয়েছে। ১৩২টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ৩১৬টি ভবনের ক্ষতির মাত্রা অনেক বেশি। এসব ভবনের মধ্যে ছয়টি হাসপাতাল ও ৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

প্রসঙ্গত, গত আট দিন দিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৬২ জনই শিশু।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *