January 21, 2025
খেলাধুলা

৪ মে থেকে অনুশীলনে ফিরতে পারেন রোনালদো-দিবালারা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ৪৬ দিন ধরে স্থগিত আছে ইউরোপের শীর্ষ ফুটবল। তবে এরইমধ্যে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া জার্মান বুন্দেসলিগার চলতি মৌসুম ফের শুরুর পরিকল্পনা চলছে।

পরিকল্পনা চলছে সিরি’আ নিয়েও। ৪ মে থেকে পৃথকভাবে অনুশীলনে দেখা যেতে পারে ইতালিয়ান লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের। আর ইতালির প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লকডাউন শিথিল হওয়ার পর প্রাথমিকভাবে ক্লাবগুলোর ১৮ মে থেকে সিরি’আ লিগের চলতি মৌসুম শেষ করার লক্ষ্যে দলীয় অনুশীলন শুরুর সম্ভাবনা আছে।

আশা করা হচ্ছে, সিরি’আ লিগের ২০১৯/২০ মৌসুম ২৭ মে থেকে ০২ জুনের মধ্যে শেষ করার। এরপর আগস্টে শুরু হবে আরেকটি নতুন মৌসুম। তবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা বন্ধ দরজার চালানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। গত রোববার (২৬ এপ্রিল) দেশটিতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ২৬০ জন। যা ছিল ১৪ মার্চ থেকে ইতালিতে ভয়াবহতা শুরুর পর সবচেয়ে কম সংখ্যক মৃত্যুর রেকর্ড।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *