৪ দিন পর ফিরলেন সেন্টমার্টিনের পর্যটকরা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া যাত্রীরা ফিরে এসেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুরে তারা সেন্টমার্টিন থেকে জাহাজে করে রওনা হয়ে বিকাল ৫টার দিকে টেকনাফে পৌঁছান। সেখান থেকে তারা বাসে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
বুলবুলের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় শুক্রবার সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। সে সময় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়ে সহস্রাধিক পর্যটক ও স্থানীয় আরও প্রায় সহস্র মানুষ। ইউএনও সাইফুল বলেন, সোমবার সাগর শান্ত হওয়ায় নৌযান চলাচলের অনুমতি দিলে পর্যটক ও স্থানীয়রা আবার চলাচল শুরু করেন।