৪৯ বছর পর রাহুলের দেখা পেলেন সেই নার্স
দক্ষিণাঞ্চল ডেস্ক
মা সোনিয়া গান্ধী নয়, বাবা রাজীব গান্ধীও নয়, জন্মের পর রাহুল গান্ধীকে সবার আগে কোলে তুলে নিয়েছিলেন নার্স রাজাম্মা। মাঝে পার হয়ে গেছে ৪৯টি বছর। কেউ কারো দেখা পাননি। অবশেষে, ফের মুখোমুখি হলেন তারা।
১৯৭০ সালের ১৯ জুন দিলির হলিক্রস হাসপাতালে জন্ম হয় রাহুলের। সেদিন দায়িত্বে ছিলেন নার্স রাজাম্মা। এরপর কেটে গেছে অনেকটা সময়। অবসরও নিয়েছেন তিনি। ইচ্ছা ছিল, সেদিনের ছোট্ট শিশুটিকে আরেকবার সামনে থেকে দেখার। তার সে ইচ্ছা পূরণ হয়েছে রবিবার (৯ জুন)। এদিন, কেরালার ওয়ানাদে সাক্ষাৎ হয় রাহুল-রাজাম্মার।
দীর্ঘদিন পর পুরনো শুভাকাক্সক্ষীকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি। বিরোধী দলের নেতা রমেশ চেন্নিথালা এ দৃশ্যের ছবি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
অবসরের পর ওয়ানাদে স্থায়ী আবাস গড়েছেন রাজাম্মা। অনেকবারই তিনি বিভিন্ন কংগ্রেস নেতার কাছে রাহুলের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। অবশেষে, রবিবার সে আশা পূরণ হলো তার।