November 26, 2024
আন্তর্জাতিককরোনা

৩ মাস পর ভারতে আক্রান্ত নামল ৫০ হাজারের নিচে

দীর্ঘ ৯১ দিন পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২ হাজার ৬৪০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২.৯৯ কোটিতে।

এর আগে গত ২৪ এপ্রিল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখে পৌঁছে গিয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। এর আগে গত ১৬ এপ্রিল শেষবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। আর ভারতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছে ৬ লাখ ৬২ হাজার ৫২১ জন।

সেই সঙ্গে ভারতে টিকাকরণ চলছে জোরেসোরেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা পেয়েছেন ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জন। একদিনে কোভিড টিকা পাওয়ার দিক থেকে এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *