৩ বছরের মধ্যে নতুন হোম অব ক্রিকেট
দক্ষিণাঞ্চল ডেস্ক
পূর্বাচলে ৩৭.৪৯ একর জমির ওপর নির্মিত হবে বাংলাদেশ ক্রিকেটের নতুন স্বপ্ন। নির্মিত হবে বাংলাদেশের সর্ব বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। আর আশার কথা হলো আগামী ৩ বছরের মধ্যেই দৃশ্যমান হবে স্টেডিয়ামটি। সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কার্য নির্বাহীর সভা শেষে গতকাল শনিবার এসব কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করবে ক্রিকেট বোর্ড। এজন্য আন্তর্জাতিকভাবে দরপত্র আহবান করা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। পাপন বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি তার সহযোগিতা ছাড়া এই জমি পাওয়া সম্ভব হতো না। আমরা আগামী ৩ বছরের মধ্যে এই স্টেডিয়ামটির কাজ সম্পূর্ণভাবে শেষ করবো।’ স্টেডিয়ামটি ৫০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন হবে। সুইমিং পুল, জিমনেশিয়াম সহ সবধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে এই স্টেডিয়ামে।