November 26, 2024
খেলাধুলা

৩৭৬ দিন পর চেনা রাজ্যে সাকিব আল হাসান

২৯ অক্টোবর ২০১৯ থেকে ৯ নভেম্বর ২০২০- মাঝে কেটে গেছে ৩৭৬ দিন, বাংলাদেশ দল খেলেছে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ, যেগুলো খেলতে পারেননি সাকিব। করোনাভাইরাসের লকডাউনের কারণে বেশ কিছু সিরিজ স্থগিত হওয়াটা এক দৃষ্টি থেকে সাকিবের জন্য শাপেবরই হয়েছ।

অবশেষে ৩৭৬ দিন পর আবারও মাঠে ফিরেছেন সাকিব, নিতে শুরু করেছেন জাতীয় দলে ফেরার প্রস্তুতি। তবে এখনই জাতীয় দলের কোনো ক্যাম্প বা সিরিজ নেই।

চলতি মাসের শেষ দিকে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। সেখানে খেলার সার্টিফিকেট পেতে আগে প্রমাণ দিতে হবে নিজের ফিটনেসের।

সে লক্ষ্যেই আজ শেরে বাংলায় গিয়েছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের প্লেয়ার্স ড্রাফটের আগেই ফিটনেস টেস্টের ব্যবস্থা করেছে বিসিবি। দুই দিনে মোট ১১৩ জন ক্রিকেটারকে দিতে হবে ফিটনেস টেস্ট।

যার প্রথম দিনই রয়েছে সাকিব আল হাসানের নাম। সেজন্য আজ সকাল ১০টার আগেই শেরে বাংলায় উপস্থিত হয়েছেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *