৩৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হামিদ, সম্পাদক কিসমত নির্বাচিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহানগরীর ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হামিদ সরদার এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী পুনঃ নির্বাচিত। নগরীর ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আফিলগেটস্থ ৩৬ নং ওয়ার্ড আ’লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।
সম্মেলনের ২য় পর্বে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিন বছরের জন্য সভাপতি পদে ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হামিদ সরদার ২৩৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ মনিরুজ্জামান বাবুল পেয়েছেন ৬০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ কিসমত আলী ১৮৫ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ আব্দুর রব মোল্যা পেয়েছেন ১০৮ ভোট। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।