January 20, 2025
জাতীয়লেটেস্ট

‘৩৩৩’ নম্বরে কল করলে ত্রাণ পাবেন বন্যার্তরা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, জাতীয় জরুরি সেবার ‘৩৩৩’ নম্বরে কল করলে বন্যার্তদের জন্য সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) সচিবালয় থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘৩৩৩’ নম্বরটি সব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ট্যাগ করে দিয়েছি। কোথাও যদি কেউ খাদ্য কষ্ট পান তাহলে ‘৩৩৩’ নম্বরে যোগাযোগ করলে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ‘৩৩৩ কল সেন্টার’ জাতীয় তথ্য ও সেবা দিতে কাজ করছে, যার সার্বিক সহযোগিতায় রয়েছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।

করোনা ভাইরাসের এ সংকটের সময়ে দেশের মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হেল্পলাইনে পরিণত হয়েছে কল সেন্টার ‘৩৩৩’।

যেকোনো সময়ে ‘৩৩৩’ নম্বরে ফোন দিয়ে মানুষ করোনা ভাইরাস সম্পর্কে তথ্য, চিকিৎসকের পরামর্শ, খাদ্যসহ বিভিন্ন সহায়তা পাচ্ছে। সরকারের এ ইতিবাচক উদ্যোগটি সাধারণ জনগণের মধ্যে বহুল প্রশংসিত ও গ্রহণযোগ্যতা পাচ্ছে।

সরকার যথেষ্ট সামর্থ নিয়ে ত্রাণ বিতরণ করছে
যুক্তরাষ্ট্র সরকার আমাদের কুড়িগ্রাম এবং গাইবান্ধার দু’টি উপজেলা বামনডাঙ্গা ও ফুলছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষকে সহায়তা দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছি। আমরা যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানাই এবং তাদের এ প্রতিশ্রুতিকে স্বাগত জানাই।

‘সেখানে উল্লেখ করা হয়েছে যে, এ উপজেলাগুলোতে অনেকেই ক্ষুধার্ত আছেন, ঘরবাড়ি হারা, আশ্রায়হীন। এ কথাটা সঠিক নয়। কারণ খবরটি জানার পরে আমরা কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলি। তারা বলেছেন, খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা সব জায়গায় পাচ্ছে। একেবারে ত্রাণহীন বা খাদ্য সংকটে আছে, এমন কোনো মানুষ এ জেলায় নেই। ’

প্রতিমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্র সরকারের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। আমরা আপনাদের সহযোগিতাকে স্বাগত জানাই, তবে আমাদের সরকারও যথেষ্ট সামর্থ নিয়ে ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *