December 21, 2024
আঞ্চলিক

৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ সাধারণ সম্পাদক হাবিব পুনর্নির্বাচিত

খানজাহান আলী থানা প্রতিনিধি

মহানগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. ইউসুফ আলী খলিফা এবং সাধারণ সম্পাদক পদে মোড়ল হাবিবুর রহমান পুর্ননির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়ার্ডের কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে মো. ইউসুফ আলী খলিফা এবং মো. সুরুজ্জামান হানিফ প্রতিদ্বিন্দিতা করে ওয়ার্ডের সভাপতি হিসাবে মো. ইউসুফ আলী খলিফা প্রাপ্ত ২৯৩ ভোটের মধ্যে ১৬৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মোড়ল হাবিবুর রহমান ও মো. আল আমিন ফকির প্রতিদ্বন্দীতা করে। নির্বাচনে মোড়ল হাবিবুর রহমান ১৫৭ ভোট পেয়ে পুরনায় জয়লাভ করেন। মঙ্গলবার রাত ১১টার পর খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

এ সময় মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানসহ মহানগর ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষনার পর বিজয়ীদের নিয়ে রাতেই খুলনা যশোর মহাসড়কে মিছিল বের করে অঘোষিত খলিফা-হাবিব প্যানেলের সমার্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম, মহিলা আওয়ামীলীগের মহানগরের সাংগঠনিক সম্পাদক রুমা খন্দকার মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *