৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি খলিফা গুরুতর অসুস্থ
খানজাহান আলী থানা প্রতিনিধি
মহানগরীর ৩৩নং ওয়ার্ড (সাংগঠনিক) আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা গুরুতর অসুস্থ হয়ে খুলনার একটি হাসপাতালে ভর্তি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয় চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানান, ইউসুফ আলী খলিফা সোমবার দুপুরে খাবার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত স্থানীয় ক্লিনিক এবং পরে খুলনা আদ দ্বীন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। গতকাল তার শরিরের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়। পরিবারের পক্ষ থেকে তার পুত্র ইমরান আলী খলিফা সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।