January 20, 2025
খেলাধুলা

৩২ কোটি গালি খেয়েছি, মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যাই: তামিম

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম শুধু ভালো ব্যাটসম্যানই নয়, দলের অন্যতম ফিল্ডারও বটে। টাইগারদের সেরা ক্যাচের তালিকা করলে তার নাম থাকবেই। আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তার ক্যাচ মিসের ঘটনাও রয়েছে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস ওকসের ক্যাচ মিস করেছিলেন তামিম। সেই সময়ে নিজেকে বড় অপরাধী মনে করেছিলেন তামিম।

যার বলে ক্যাচ মিস করেছিলেন সেই তাসকিন আহমেদের সঙ্গে ফেসবুক লাইভে তামিম জানিয়েছেন সেই সময়কার নিজের অনুভূতির কথা। পরে যার কারণে ম্যাচটা জিতেছিল সেই রুবেল হোসেনও ছিলেন এই লাইভে। সেখানে একসময় যোগ দেওয়া নাসির হোসেনের প্রশ্নের জবাবেই তামিম এই কথা বলেন।

তামিম বলেন, ‘আমি সব সময় নাসিরকে মজা করে বলতাম যে নাসির চিন্তা কর, বিশ্বকাপের ফাইনাল খেলা, ১ বলে ২ রান দরকার, বল আকাশে উঠল, তুই ক্যাচ মিস করলি। কেমন লাগবে তোর? মনে হয় মজা করাটা বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আর আমার সঙ্গেই ঘটে গেছে ঘটনাটা।’

‘২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাসকিনের বলে আমি ওকসের ক্যাচটা ছেড়েছিলাম, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল। ক্যাচটা ছাড়ার পর মনে হচ্ছিল, মাটি দুই ভাগ হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, আমাকে কেউ আর দেখার দরকার নাই। আমার মনে হয় আমি ওই মুহূর্তে একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি। কারণ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ, একটা করে গালি তো দেয়নি, দুইটা করে দিয়েছে সবাই।’

তামিম আরও জানান, ম্যাচ জয়ের পর সাবাই যখন উল্লাস-আনন্দে রুবেলের দিকে ছুটে গিয়েছিল. তিনি তখন বাংলাদেশ ম্যাচ হারের হাত থেকে বেঁচে যাওয়ায় স্বস্তিতে ছিলেন।

তিনি বলেন, ‘তারপর রুবেল দুই উইকেট নিয়ে নিল। ওই খেলার হাইলাইটস দেখলে দেখবি সবাই রুবেলের পেছনে দৌড়ায়, সবাই তো রুবেলের পেছনে দৌড়িয়েছে যে ম্যাচ জিতে গেছি বলে, আর আমি রুবেলের পেছনে দৌড়িয়েছি যে, আমি বেঁচে গেছি (হাসি)। যদি ওই ম্যাচ হারতাম, তাহলে আমার আর বাংলাদেশে আসা লাগত না।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *