December 22, 2024
আন্তর্জাতিক

৩০ ঘণ্টার নবজাতকের দেহে করোনাভাইরাস

দক্ষিণাঞ্চল ডেস্ক

চীনে জন্মের ৩০ ঘণ্টা পর এক নবজাতকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শিশুটিকে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত সবচেয়ে কমবয়সীও বলছে তারা।   উহানে রোববার শিশুটি জন্ম নেয় বলে জানিয়েছে বিবিসি।

হুবেই প্রদেশের রাজধানী থেকেই নতুন এ ভাইরাসটি চীনের অন্যান্য অঞ্চলে ছড়িয়েছে। চীনের বাইরে দুই ডজনেরও বেশি দেশে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে নতুন এ করোনাভাইরাসে ২৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে সাড়ে পাঁচশ’র বেশি।

বিবিসি বলছে, শিশুটির জন্মের আগেই তার মায়ের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছিল। মাতৃগর্ভেই নাকি জন্মানোর পর ভাইরাসটি শিশুটির কাছে পৌঁছেছে তা নিশ্চিত হওয়া যায়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বুধবার উহানের এ নবজাতকের দেহে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। জন্মের সময় ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের শিশুটি ভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, জন্মের পর মায়ের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার কারণেই শিশুটির দেহেও ভাইরাসটি সংক্রমিত হয়েছে। তবে পরীক্ষায় গর্ভাবস্থাতেই শিশুটির দেহে ভাইরাসটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে তা নতুন এ করোনাভাইরাসের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করবে।

ভাইরাসের ব্যাপক বিস্তৃতি সত্তে¡ও শিশুদের দেহে করোনাভাইরাসের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। এর আগে সিঙ্গাপুরে ছয় মাস বয়সী এক শিশুর দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। উহানের ৮ বছর বয়সী আরেক শিশুর দেহেও ভাইরাসটি শনাক্ত হয়েছিল, শিশুটি এখন অস্ট্রেলিয়ায় বলে বিবিসি জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *