৩০নং ওয়ার্ডে সাড়ে ৩শ’ মানুষের মাঝে বিএনপির খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৩০নং ওয়ার্ডের গেদনপাড়া এলাকায় বুধবার দুপুর পৌনে ২টায় লকডাউনে কর্মহীন সাড়ে ৩শ’ মানুষের মাঝে মহানগর বিএনপির পক্ষ থেকে রান্না খাবার বিতরণ করা হয়। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি প্রধান অতিথি হিসেবে এ খাবার বিতরণ করেন।
এসময় তিনি বলেন, গণটিকা দেয়ার ক্ষেত্রে সরকারকে আরো বেশি আন্তরিক হতে হবে। খুলনা সিটি কর্পোরেশনে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস এখানে টিকা কেন্দ্র বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে ওয়ার্ডে ওয়ার্ডে ভোট কেন্দ্রকে গণটিকা কেন্দ্র করতে হবে। নিজ নিজ ভোট কেন্দ্র থেকে মানুষ টিকা গ্রহণ সহজ হবে। অন্যথায় অতীতের মত আবারো হযবরল অবস্থা দেখা দিবে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, তৌহিদুল ইসলাম খোকন, নুরুল হুদা খান বাবু, ফিরোজ আহমেদ, এবাদুল ইসলাম, সেলিম বড়মিয়া, সাজ্জাদ হোসেন জিতু, রবিউল ইসলাম রবি, আবু তালেব, তুহিন ইসলাম, মাসুদ রুমী, কাজী সেলিম, মোজাম্মেল হোসেন, জিল্লুর রহমান, এস এম মনির, বাহার প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়