December 21, 2024
আঞ্চলিক

৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মসূচি গ্রহণ

দ: প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আগামী ২০২০ সালের ২ জানুয়ারি ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগের (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পরিচালক মো: আবুল হোসেন সাংবাদিকদের মাঝে তাদের কর্মসূচি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সাল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে খুলনা জেলা কার্যালয় এর উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ জানুয়ারি আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হবে। নগরীর সিএসএস আভা সেন্টারে কেক কাটা ও আলোচনার সভার আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালা উদযাপন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) খন্দকার লুৎফল কবির (পিপিএম-সেবা),  খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন (বিপিএম (বার)), খুলনা পুলিশ সুপার এ এম শফিউল্লাহ, র‌্যাব-৬ এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ, খুলনা ২১-বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, খুলনা সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন মদাকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পরিচালক মো: আবুল হোসেন।

এর আগে ওই দিন সকাল ৯টায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পপস্তক অর্পন, জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন। এর পর পায়রা এবং বেলুন ফস্টুন উড়িয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। বিকেল ৩টা মাদক বিরোধী সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে নগরীর শহীদ হাদিস পার্কে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক মো: আবুল হোসেন বলেন, সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা,  শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী গণসচেতনতামুলক আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ, যানবাহন ও পাবলিক প্লেসে মাদক বিরোধী ইস্টিকার লাগানো, জনসমাগম স্থানে মাদক বিরোধী সর্টফ্লিম প্রদর্শন, নগীর মসজিদগুলোতে জুম্মার নামাজের খুতবার পূর্বে মাদক বিরোধী বয়ান এবং লিফলেট বিতরণ। এছাড়া ওপেন ডে তে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম সম্বন্ধে বিভিন্ন বিষয় প্রশ্নের জববা দিবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান ও সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *