৩নং ওয়ার্ড আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
৩নং ওয়ার্ডের আওতাধীন কার্তিককুল কেন্দ্রের আওয়ামী লীগ সেন্টার কমিটির উদ্যোগে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আছিপুর রশিদ আছিপ ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম পিকুকে সংবর্ধনা জানানো হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মহেশ্বপাশা গোলকধাম মোড়ে অনুষ্ঠানে ফুল ও ক্রেষ্ট দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়।
আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাকসুদ আলম খাজা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা শাহাবুদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক, মোঃ মহাসিন রেজা। সেলিম মাষ্টার ও জামশেদ শেখ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জাফর আহম্মেদ, মোঃ রফিকুল ইসলাম মফিজ, শারমীন সুলতানা নিপা, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কামাল, জনি , দুলাল, ইব্রাহিম প্রমুখ।