২ মাস পর তুরিনে রোনালদো
জন্মশহর পর্তুগালের মাদেইরা থেকে তুরিনে ফিরেছেন ইউভেন্তুস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
ইতালির কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্যক্তিগত বিমানে সোমবার তুরিনে ফেরেন রোনালদো। তবে এখনই তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আপাতত ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
করোনাভাইরাসের কারণে ইতালিতে ‘লকডাউন’ চলার সময়ে বান্ধবী ও সন্তানদের দিয়ে মাদেইরাতে ছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
ইতালিতে ফুটবল বন্ধ হওয়ার এক দিন আগে, গত ৮ মার্চ অসুস্থ মাকে দেখতে মাদেইরায় গিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সবশেষ তিনি ইউভেস্তুসের হয়ে খেলেছেন লিগে ইন্টার মিলানের বিপক্ষে, ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা।
‘লকডাউন’-এর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে রোনালদোকে। এসময় ফিটনেস ধরে রাখার ব্যাপারেও সচেতন ছিলেন তিনি।
ইতালিয়ান সেরি আর বেশ কয়েকটি ক্লাব সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে। ১৮ মে থেকে দলীয় অনুশীলন শুরু করতে পারবেন খেলোয়াড়রা।