২৮নং ওয়ার্ড ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকাল ৩টায় ওয়ার্ড কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা সদর থানার আওতাধীন ২৮নং ওয়ার্ডের সম্মেলন শাখা সভাপতি মুহা.জুবায়ের হোসেন সাব্বিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. মাসুম বিলাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগরীর সাধারণ সম্পাদক মুহা. মইনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদর থানার সভাপতি মুহা. আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর থানার সাধারণ সম্পাদক মুহা. মোস্তফা আল গালীব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম ও সেক্রেটারি সেলিম হাওলাদার। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার সহ-সভাপতি মুহা. তানভীর, সাংগঠনিক সম্পাদক রাজু, মুহা. রাকিবুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুর রহমান, তৌফিকুর ইসলাম রাজ, হৃদয়, সোহানসহ প্রমুখ।
সম্মেলনে থানা সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২০ সেশনের সভাপতি হিসেবে মুহা.জুবায়ের হোসেন, সহ-সভাপতি মুহা.তানভীর, সাধারন সম্পাদক মুহা. মাসুম বিল্লাহর নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।