January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল, সম্পাদক আজম

খবর বিজ্ঞপ্তি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে বাবুল সরদার বাদল সভাপতি এবং আজম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিকাল ৩টায় ওয়ার্ডের সেন্ট্রাল রোডের ইলাক্স কমিউনিটি সেন্টারে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ৪১২ কাউন্সিলরের মধ্যে ৪০১ একজন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন। বিকাল ৩টায় প্রথম অধিবেশন শুরু হয়ে মাগরিবের পূর্বে শেষ হয়।
মাগরিবের নামাজের পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হাফেজ মো. শামীম।
সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. ফরিদ আহমেদ, শফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, আউয়াল হোসেন ছোটন, অমিতাভ ঘোষ, মাহামুদুল হাসান শাওন।
সম্মেলন সভাপতি পদে বাবুল সরদার বাদল, আব্দুর রহীম বাবু, মো. ইকবাল হোসেন, হারুন অর রশিদ, আলীমুর রেজা লাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বাবুল সরদার বাদল ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রহীম বাবু ১১৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আজম খান ও শফিকুজ্জামান হাসান প্রতিদ্বন্দ্বিতা করেন। আজম খান ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে সমর্থকদের মূহুমূহু শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে।
বিজয়ীরা শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময়ে উল্লেখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হওয়ায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে ওয়ার্ডে সাধারণ কর্মীদের মাঝে।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *