January 19, 2025
আন্তর্জাতিক

২৭ ডিসেম্বর মহামারি প্রস্তুতি দিবস পালন করবে জাতিসংঘ

করোনাভাইরাসের মতো মহামারি প্রতিরোধে বিশ্বব্যাপী প্রস্তুতি ব্যবস্থা জোরদার করতে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস’ ঘোষণা করেছে।

সোমবার (৭ ডিসেম্বর) জাতিসংঘ এই ঘোষণা দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।

মহামারি প্রতিরোধে সতর্কতা, প্রস্তুতি এবং অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বের শতাধিক নেতা জাতিসংঘের ভার্চুয়াল বিশেষ অধিবেশনে অংশ নেয়ার পরে এই সিদ্ধান্তের খরব আসল। অধিবেশনে বিশ্বনেতারা করোনা ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বিতরণের গ্যারান্টি দেয়ার জন্য জাতিসংঘকে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন।

ভিয়েতনামের জাতিসংঘের রাষ্ট্রদূত ডাং ডিন কুই বলেন, ‘মহামারি হিসেবে করোনাভাইরাস প্রথম নয় আবার শেষও নয়।’ মহামারি আমাদের সার্বিক প্রস্তুতি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম ভাইরাসটি ধরা পড়ার পর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, সারাবিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *