২৭নং ওয়ার্ড সিপিবি’র সভায় ওয়াসার প্রতি ক্ষোভ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার এক জরুরী সভা আজ সন্ধ্যায় ওয়ার্ড সম্পাদকের বাসভবনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সদস্য তরুণ কান্তি সরকার ভূষণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ২৭নং ওয়ার্ড সিপিবি’র সম্পাদক কিংশুক রায়, সিপিবি নেতা রশু আক্তার, সাইদুর রহমান, এড. সুব্রত কুÐু, হরিপদ দেবনাথ, ধীমান বিশ্বাস, হাফিজুর রহমান প্রমুখ। সভায় ২৫নং ওয়ার্ড সিপিবি’র সদস্য আনন্দ রায়ের স্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং অপর এক প্রস্তাবে সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই অন্যায় ও বে-আইনীভাবে খুলনা ওয়াসা কর্তৃক পানির মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহŸান জানানো হয়।