২৭নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা দোলখোলা হোটেল বিলাসীর গলি চায়ের দোকানে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম। সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চোখে সফল অস্ত্রপচার ও শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকনেত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি এবং ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী হোসেন লাবু’র সুস্থ কামনা করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি নওশের আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসরীর আক্তার, মহানগর যুব শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ আজিম উদ্দিন, যুগ্ম আহŸায়ক কাজী রফিকুল বারি, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের ইউসুফ আলী হাওলাদার, অমল মণ্ডল, মোঃ শেখ ফিরোজ, নজীর শেখ, লিটন শিকদার, সুমন, বোরহান গাজী, লায়েক মোল্লা, খোকন হাওলাদার, বিজন মণ্ডল, খালেক সরদার, রিপন, মাছুদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২৭নং ওয়ার্ড মহিলা শ্রমিক লীগের কমিটি না থাকায় নতুন কমিটির গঠনের জন্য সকলকে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।