২৬ চীনাকেও আশকোনার ক্যাম্পে পাঠানো হচ্ছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চীন থেকে আসা ২৬ জন চীনের নাগরিককে পর্যবেক্ষণে রাখতে আশকোনার হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর
চীন থেকে ফেরা ৩১২ জন বাংলাদেশি বর্তমানে এই ক্যাম্পে আছেন।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ বলেন, দুপুর দুইটায় চীন থেকে আসা একটি ফ্লাইটে ওই ২৬ জন এসেছেন।
“আমরা তাদের থার্মাল স্ক্রিনিং করেছি। তবে তাদের কারও শরীরে জ্বর বা অন্য কোনো সমস্যা ধরা পড়েনি। এখন তারা ইমিগ্রেশন পার হননি। তাদের কি করা হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে।”
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সেখানে রাখা হবে।
“চীন থেকে আসা বাংলাদেশিদের আমরা সেখানে রেখেছি। একই সতর্কতা হিসেবে তাদেরও আমরা সেখানে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তারা সেখানে ১৪ দিন অবস্থান করবেন।”
আশকোনোয় কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণের এই পুরো বিষয়টিতে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক হোসেনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সরকার।
এর আগে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে দেশে ফেরানো ৩১২ বাংলাদেশির মধ্যে আটজনের শরীরে জ্বর থাকায় তাদের পাঠানো হয় ঢাকার দুটি হাসপাতালে। বাকিদের পাঠানো হয় আশকোনার হজ ক্যাম্পে।