২৫ তথ্য কর্মকর্তাকে নিয়ে গ্রিন লাইনের বাস দুর্ঘটনায়
খুলনায় তথ্য মন্ত্রণালয়ের ২৫ জন কর্মকর্তাকে নিয়ে গ্রিন লাইন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রূপসা সেতুর টোল বিভাগের প্রকৌশলী তৌফিক আহমেদ রনি জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেতুর পশ্চিম পারে বাসটি এই দুর্ঘটনায় পড়ে।
তিনি টোল আদায়কারীদের বরাতে বলেন, “বাসটি ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে পড়ে। বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন।”
দুর্ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য কর্মকর্তা ফেরদৌস হোসেন। তিনি নিজেও ওই গাড়িতে ছিলেন।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের দশম গ্রেডের কর্মকর্তাদের নয় সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে তিন দিনের ভ্রমণ প্রশিক্ষণে খুলনায় আসছিলেন তারা।
“সেতু পার হয়ে চালক দ্রুত গতিতে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা দেয়। বাসটি উল্টে গেলে এর এক সহকারী ও চার কর্মকর্তা কিছুটা আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।